Source: পডকাস্ট, পডকাস্টে ক্যারিয়ার, ক্যারিয়ার, ক্যারিয়ার গাইডলাইন, ক্যারিয়ার এন্ড জবস, পডকাস্ট কি, পডকাস্টের উপকারিতা, পডকাস্ট বাংলাদেশ, ডি এস বি, পডকাস্ট কাকে বলে, পডকাস্ট স্টার্টআপ, পডকাস্টিং, পডকাস্ট ও নিউজলেটার, পডকাস্ট ক্যারিয়ার, পডকাস্ট চাকরি, পডকাস্ট ডোমেইন, পডকাস্ট ইন্ডাস্ট্রি, পডকাস্ট তৈরি, চীনের পডকাস্ট, ইকমার্স পডকাস্ট, বাংলাদেশের পডকাস্ট, মুক্তমনা পডকাস্ট, ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ, রাজীব আহমেদ, পডকাস্ট ও রাজিব আহমেদ, রাজিব আহমেদ, ইক্যাব, ইকমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, Podcast, podcast Bangladesh, podcast career, career, career guideline, podcast jobs, podcast china, podcast business, podcast future, podcast statistics, podcast dsb, dsb, digital skills for bangladesh, rajib ahmed, rajib ahmed and podcast, ecab, ecommerce association bangladesh, startup, podcast startup, muntasir mahdi
in ,

পডকাস্টে ক্যারিয়ার গড়ুন

মার্কিন যুক্তরাষ্ট্রের  সাথে তাল মিলিয়ে পডকাস্ট এখন বাংলাদেশেও অনেক বেশি জনপ্রিয়। এক গবেষণায় দেখা গেছে, আমেরিকায় প্রায় ৬৭ মিলিয়ন মানুষ প্রতি মাসেই পডকাস্ট শোনেন। পডকাস্টের এই জনপ্রিয়তার কারণে এর মাধ্যমে অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গিয়েছে। অনেক কোম্পানিই পডকাস্টের মাধ্যমে  ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে। আজকে আমরা পডকাস্ট থেকে অর্থ উপার্জন করা ও পডকাস্ট সম্পর্কিত ক্যারিয়ার গড়া নিয়ে আলোচনা করবো।

পডকাস্ট

পডকাস্ট হচ্ছে এক ধরনের ডিজিটাল মিডিয়া ফাইল বা সিরিজ অডিও ফাইল। এসব অডিও ফাইলে বিভিন্ন বিষয় সম্পর্কে  আলোচনা থাকে। পডকাস্ট করার জন্যে আপনাকে অডিও এডিটিং, ভিডিও এডিটিং, অডিও মিক্সিংসহ বিভিন্ন ডিজিটাল মিডিয়া ম্যানুপুলেশনের উপর যথেষ্ট দক্ষ হতে হবে।

পডকাস্ট রিসার্চার

একজন পডকাস্ট রিসার্চার মূলত বিভিন্ন ধরনের পডকাস্ট সিরিজের উপর গবেষণা করে থাকেন। পডকাস্ট রিসার্চার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনার যে সকল দক্ষতা থাকতে হবে,

 • পডকাস্ট প্রেপিং, পডকাস্ট ইন্টারভিউ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
 • কি ডেটা ও কি এরিয়ার তথ্য সামারাজিং ও সিন্থেসাইজিং সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
 • অতিথিদের জন্য প্রশ্ন তৈরি ও এর থিম সম্পর্কে দক্ষ হতে হবে।
 • স্ক্রিপ্ট রাইটিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
 • অতিথিদের ভোকাল ট্যাপিং, রিসাইজিং ও লজিস্টিক কোঅর্ডিনেটিংয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

পডকাস্ট প্রডিউসার

একজন পডকাস্ট প্রডিউসার মূলত বিভিন্ন ধরনের পডকাস্ট তৈরি ও এর এডিটিং করে থাকেন। পডকাস্ট প্রডিউসার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনার যেসকল দক্ষতা থাকতে হবে,

 • কর্পোরেট ও সেলস পডকাস্ট তৈরি করার দক্ষতা থাকতে হবে।
 • অডিও প্রোডাকশন ও এমপ্লিফাইং সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
 • সিরিজ ও এপিসোড ডেভেলপমেন্ট সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
 • রিক্রুটিং, ইন্ডাস্ট্রি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং টপিক ও ইন্টারভিউ মার্কেটিং সম্পর্কে দক্ষতা থাকতে হবে।
 • কনটেন্ট মার্কেটিং, কমিউনিকেশন ও পডকাস্ট আইডিয়েশন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
 • ইনোভেটিভ আইডিয়া প্রোডাকশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
 • অডিও ও ভিডিও এডিটিংয়ের উপর জ্ঞান থাকতে হবে।

পডকাস্ট পাবলিশার

একজন পডকাস্ট পাবলিশার মূলত একটি পডকাস্টের প্রোডাকশন প্রসেস নিয়ে কাজ করে থাকেন। পডকাস্ট পাবলিশার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনার যে সকল দক্ষতা থাকতে হবে,

 • অনবোর্ডিং পডকাস্ট ও এর প্লাটফর্ম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
 • পডকাস্ট বিলিং ও এর প্রসেস সম্পর্কে জানতে হবে।
 • পডকাস্টিংয়ের উপর কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
 • অনলাইন পাবলিশিং অ্যাপ্লিকেশন সম্পর্কে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
 • হেল্প ডেস্ক ও ট্রাবলশ্যুটিংয়ের উপর দক্ষ হতে হবে।
 • অডিও ও ভিডিও এডিটিংয়ের উপর জ্ঞান থাকতে হবে।

প্রোডকাশন ট্রেইনি

একজন প্রোডাকশন ট্রেইনি মূলত সোশ্যাল ও ডিজিটাল প্লাটফর্মে পডকাস্ট আইডেন্টিফাইং, ক্রিয়েটিং, ডিস্ট্রিবিউটিং ও পাবলিশিংয়ের মতো কাজগুলো করে থাকেন। প্রোডাকশন ট্রেইনি হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনার যেসকল দক্ষতা থাকতে হবে,

 • স্ক্রিপ্ট তৈরি ও এর স্টোরিলাইন এডিটিংয়ের উপর যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
 • সোশ্যাল ও ডিজিটাল প্লাটফর্মে পডকাস্ট কনটেন্ট তৈরি করা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
 • পডকাস্ট ও এর স্টোরিলাইন নিয়ে টিমের সাথে কোলাবোরেশন করার অভিজ্ঞতা থাকতে হবে।
 • ভিডিও প্রোডাকশন ও অডিও এডিটিংয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

এডিটোরিয়াল অ্যাসিস্টেন্ট

একজন এডিটোরিয়াল অ্যাসিস্টেন্ট মূলত যেকোনো কোম্পানির পডকাস্ট টিমে প্রোডাকশন ট্রেইনির অধীনে কাজ করে থাকেন। এডিটোরিয়াল অ্যাসিস্টেন্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনার যেসকল দক্ষতা থাকতে হবে,

 • সাংবাদিকতা অথবা সাহিত্যের উপর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
 • বিজ্ঞান ও সাংবাদিকতার উপর কনটেন্ট রাইটিং ও পাবলিশিংয়ের দক্ষতা থাকতে হবে।
 • যোগাযোগ ও মৌখিক দক্ষতা থাকতে হবে।
 • স্ক্রিপ্ট রাইটিং ও ইনোভেটিভ কনটেন্ট রাইটিংয়ের উপর যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
 • কম্পিউটার ও কম্পিউটিংয়ের উপর যথেষ্ট দক্ষতা থাকতে হবে।

ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অ্যাসিস্টেন্ট

একজন ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অ্যাসিস্টেন্ট মূলত যেকোনো পডকাস্ট কোম্পানির পডকাস্ট মার্কেটিং ও রিসার্চের কাজ করে থাকেন। ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অ্যাসিস্টেন্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনার যেসকল দক্ষতা থাকতে হবে,

 • ক্রিয়েটিভ সার্ভিসেস, ব্র্যান্ডিং, মার্কেটিং এবং রিসার্চিংয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
 • ক্রিয়েটিভ ও ইনোভেটিভ কনটেন্ট রাইটিংয়ের উপর দক্ষতা থাকতে হবে।
 • মৌখিক ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
 • দলগতভাবে কাজ করার দক্ষতা থাকতে হবে।
 • মার্কেটিং, মার্কেট রিসার্চ ও মার্কেট অ্যানাইলাইসিসের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

চিফ ভিডিও এডিটর

একজন ভিডিও এডিটর মূলত যেকোনো পডকাস্টের সাথে ভিডিও ইনক্লুশন, কারেকশন ও এডিটিংয়ের কাজ করে থাকেন। ভিডিও এডিটর হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনার যেসকল দক্ষতা থাকতে হবে,

 • সকল ধরনের ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ও টুলস সম্পর্কে দক্ষতা থাকতে হবে।
 • ভিডিও কারেকশন, এডিটিং, ইনক্লুশন ইত্যাদি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
 • ভিডিও অ্যানালাইসিস, স্ক্রিপ্টিং, মিডিয়া এথিকস এবং স্ক্রিনরাইটিংয়ের উপর জ্ঞান থাকতে হবে।
 • প্রি-প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশনের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
 • সিনেমাটোগ্রাফি, ফিল্ম এডিটিং ও এফএক্স ব্যবহারের উপর জ্ঞান থাকতে হবে।

লিড পডকাস্ট ম্যানেজার

পডকাস্ট প্রডিউসার, পডকাস্ট পাবলিশার, স্ট্র্যাটেজি অ্যাসিস্টেন্ট এবং প্রোডাকশন ট্রেইনি মূলত একজন লিড পডকাস্ট ম্যানেজারের অধীনে কাজ করে থাকেন। লিড পডকাস্ট ম্যানেজার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনার যেসকল দক্ষতা থাকতে হবে,

 • প্রোডাকশন ট্রেইনি, স্ট্র্যাটেজি অ্যাসিস্টেন্ট, পডকাস্ট পাবলিশার ও পডকাস্ট প্রডিউসার হিসেবে কমপক্ষে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
 • ভাষাগত, যোগাযোগ ও মৌখিক দক্ষতা থাকতে হবে।
 • কম্পিউটার ও কম্পিউটিংয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
 • অডিও ও ভিডিও এডিটিং, ইনক্লুশন, ম্যানেজিং এবং কারেকশনের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
 • পডকাস্ট পাবলিশিং, প্রোডাকশন, অ্যানালাইসিসের উপর অভিজ্ঞতা থাকতে হবে।

ক্রিয়েটিভ অডিও এডিটর

একজন ক্রিয়েটিভ অডিও এডিটর  মূলত অডিও এডিটিং, পাবলিশিং, ইনক্লুশন ও কারেকশনের কাজ করে থাকেন। ক্রিয়েটিভ অডিও এডিটর হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনার যেসকল দক্ষতা থাকতে হবে,

 • সকল ধরনের অডিও এডিটিং অ্যাপ্লিকেশন ও টুলস সম্পর্কে দক্ষতা থাকতে হবে।
 • অডিও কারেকশন, এডিটিং, ইনক্লুশন ইত্যাদি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
 • অডিও অ্যানালাইসিস, স্ক্রিপ্টিং, মিডিয়া এথিকস এবং অডিও রাইটিংয়ের উপর জ্ঞান থাকতে হবে।
 • প্রি-প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশনের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
 • সিনেমাটোগ্রাফি, ফিল্ম অডিও এডিটিং ও এফএক্স ব্যবহারের উপর জ্ঞান থাকতে হবে।

প্রতিদিন হাজার হাজার মানুষ পডকাস্ট শুনছেন ও ডাউনলোড করছেন। তাই আপনিও পডকাস্টের মাধ্যমে  সহজেই ক্যারিয়ার গড়তে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বহুভাষীদের জন্য অর্থ উপার্জন করার কয়েকটি পদ্ধতি

ডেটাবেজ ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়ুন