Source: https://www.agari.com/products/incident-response/
in , , ,

যেভাবে একজন ইনসিডেন্ট রেসপন্ডার হিসেবে ক্যারিয়ার গড়বেন

বিভিন্ন কর্পোরেশন ও অরগানাইজেশনে, ইমার্জেন্সি ও ক্রিটিক্যাল সমস্যায় একজন ইনসিডেন্ট রেসপন্ডারের প্রয়োজন পড়ে। সাইবার সিকিউরিটি খাতে, একজন ইনসিডেন্ট রেসপন্ডার মূলত সাইবার সিকিউরিটি থ্রেটস ও সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্যার সমাধান করে থাকেন।

যেকোন সাইবার সিকিউরিটি সংক্রান্ত সমস্যায়, একটি কোম্পানিকে যত দ্রুত সম্ভব সমাধান দেয়ার চেষ্টা করেন ও ভবিষ্যতে যাতে এই ধরণের সমস্যার সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখেন। চলুন জেনে আসি, কীভাবে একজন ইনসিডেন্ট রেসপন্ডার হিসেবে ক্যারিয়ার গড়া সম্ভব।

ইনসিডেন্ট রেসপন্ডার কী কী কাজ করে থাকেন?

কোম্পানিভেদে একজন ইনসিডেন্ট রেসপন্ডারের কাজ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যদিও বেশিরভাগ অরগানাইজেশন ও কর্পোরেশনে, একজন ইনসিডেন্ট রেসপন্ডারকে যেসব কাজ করতে হয়, সেগুলো হচ্ছে,

 • নেটওয়ার্ক ইনট্রুশন, ভলনারেবিলিটি অ্যাটাক ও আইপি ট্র্যাকিং মনিটরিং করা।
 • নেটওয়ার্ক সিকিউরিটিজনিত সমস্যা ও ভলনারেবিলিটিগুলো খুঁজে বের করে তার সমাধান করা।
 • সিকিউরিটি অডিট, রিস্ক অ্যানালাইসিস, নেটওয়ার্ক ফরেনসিক এবং পেনিট্রেশন টেস্টিং করা।
 • ম্যালওয়্যার অ্যানালাইসিস ও রিভার্স ইঞ্জিনিয়ারিং করা।
 • বিভিন্ন সিকিউরিটি থ্রেট, অ্যান্টিভাইরাস, ভাইরাস, ম্যালওয়্যার এবং ব্যাচ এক্সপ্লোয়েটের অ্যানালাইসিস করা।
 • বিভিন্ন সিকিউরিটি ইনসিডেন্টে যাতে সময়মতো ব্যাক ট্র্যাকিং সিস্টেম ও ফায়ারওয়াল কাজ করে, সে ব্যাপারে সতর্ক থাকা।
 • বিভিন্ন অরগানাইজেশন ও কোম্পানির সাথে সিকিউরিটি কমিউনিকেশন বজায় রাখা।
 • সিকিউরিটি গ্যাপ অ্যাসেসমেন্ট, পলিসি, প্রসিডিউর, প্লেবুক, ট্রেইনিং এবং টেবিলটপ টেস্টিংয়ের উপর প্রোগ্রাম ও সফটওয়্যার ডেভেলপ করা।
 • ইনসিডেন্ট রিপোর্ট এবং টেকনিক্যাল ব্রিফ ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটর ও এন্ড-ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করা।
 • বিভিন্ন ধরণের হার্ডওয়্যার ও টুলস সংক্রান্ত সাইবার থ্রেট থেকে কোম্পানি বা অরগানাইজেশনকে মুক্ত রাখা।
 • বিভিন্ন অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশনে যাতে কোন ধরণের সাইবার অ্যাটাক না হয় সেদিকে লক্ষ রাখা।

একজন ইনসিডেন্ট রেসপন্ডারের ক্যারিয়ার কেমন হতে পারে?

একজন ইনসিডেন্ট রেসপন্ডার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে আপনাকে, সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অথবা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চাকরির অভিজ্ঞতা না থাকলেও, ফরেনসিক অথবা ম্যানেজমেন্ট বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

উপরের যেকোন খাতে যদি আপনার কাজ করার পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি ডিরেক্টর অফ ইনসিডেন্ট রেসপন্স, সিএসআইআরটি ইঞ্জিনিয়ার, ইনসিডেন্ট রেসপন্স ইঞ্জিনিয়ার, সাইবার ইনসিডেন্ট রেসপন্ডার অথবা কম্পিউটার নেটওয়ার্ক ডিফেন্স ইনসিডেন্ট রেসপন্ডার হিসেবে চাকরি করতে পারেন।

একজন ইনসিডেন্ট রেসপন্ডার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনাকে যেসকল বিষয়ে পারদর্শী হতে হবে সেগুলো হচ্ছে,

 • উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স ও লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশনের উপর গভীর দক্ষতা থাকতে হবে।
 • সি, সি প্লাস প্লাস, পাইথন, এএসপি, জাভাস্ক্রিপ্ট, সি শার্প, জাভা, এএসএম, পার্ল এবং পিএইচপিতে দক্ষ হতে হবে।
 • টিসিপি ও আইপি সম্পর্কে এবং নেটওয়ার্ক প্রটোকল কমিউনিকেশন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
 • কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেম সম্পর্কে জানতে হবে।
 • অপারেটিং সিস্টেম ইন্সটলেশন, প্যাচিং ও কনফিগারেশন করার দক্ষতা থাকতে হবে।
 • ব্যাকআপ, রিস্টোর ও আর্কাইভিং করার উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
 • ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট ও অন্যান্য অনলাইন অ্যাপ্লিকেশনের সিকিউরিটি সম্পর্কে জানতে হবে।
 • ই-ডিসকোভারি অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
 • এনইউআইএক্স, রিলেটিভিটি, ক্লিয়ারওয়ালের মতো সফটওয়্যারের কাজ সম্পর্কে জানতে হবে।
 • বিভিন্ন ফরেনসিক সফটওয়্যারের (যেমনঃ এনকেইস, এফটিকে, হেলিক্স, সেলেব্রাইট, এক্সআরওয়াই ইত্যাদি) কাজ সম্পর্কে জানতে হবে।
 • এন্টারপ্রাইজ সিস্টেম মনিটরিং টুলস ও এসআইইএম সম্পর্কে গভীর দক্ষতা থাকতে হবে।
 • ক্লাউড কম্পিউটিং ও ক্লাউড সার্ভারে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

উপরের দক্ষতাগুলো ছাড়াও, একজন ইনসিডেন্ট রেসপন্ডারের কিছু সাধারণ দক্ষতা থাকা উচিত। সেগুলো হচ্ছে,

 • জটিল চিন্তাভাবনা ও সমস্যা সমাধান করার দক্ষতা থাকতে হবে।
 • যেকোন সমস্যায় দ্রুত সমাধান বের করার ক্ষমতা থাকতে হবে।
 • বিভিন্ন ইমার্জেন্সী অবস্থায় সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকতে হবে।
 • লজিক্যাল ও বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ানোর দক্ষতা থাকতে হবে।
 • বিভিন্ন সমস্যায়, সাইবার সিকিউরিটি ও কম্পিউটার সিকিউরিটি টিমের সাথে যোগাযোগ স্থাপন করার দক্ষতা থাকতে হবে।

একজন ইনসিডেন্ট রেসপন্ডারের কী ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে?

বেশিরভাগ ইনসিডেন্ট রেসপন্ডারেরই উচ্চ শিক্ষাগত কোন যোগ্যতা থাকে না। এন্ট্রি লেভেলের একজন ইনসিডেন্ট রেসপন্ডার হিসেবে যোগদান করার পূর্বে কম্পিউটার সায়েন্স, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, গণিত অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর ২ থেকে ৪ বছরের কোর্স অথবা স্নাতক ডিগ্রি অর্জন করা যায়।

একজন ইনসিডেন্ট রেসপন্ডারের কী ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে?

এন্ট্রি লেভেলের একজন ইনসিডেন্ট রেসপন্ডার হিসেবে যোগদান করার পূর্বে, আপনাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেকোন টেকনোলোজি কোম্পানির গনিত বিভাগ, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং অথবা কম্পিউটার সিকিউরিটি অ্যানালাইসিসের উপর কমপক্ষে ৩ থেকে ৬ বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে।

একজন ইনসিডেন্ট রেসপন্ডারের বেতন কেমন হতে পারে?

এন্ট্রি লেভেলের একজন ইনসিডেন্ট রেসপন্ডারের বাৎসরিক বেতন ৭০ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া এন্ট্রি লেভেলের একজন সিএসআইআরটি ইঞ্জিনিয়ারের বাৎসরিক বেতন সর্বনিম্ন ৪০ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

একজন ইনসিডেন্ট রেসপন্ডার হিসেবে ক্যারিয়ার গড়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, যদি আপনি কম্পিউটার সিকিউরিটি, সাইবার ইঞ্জিনিয়ারিং অথবা নেটওয়ার্ক সিকিউরিটির উপর বেশ কিছু সার্টিফিকেট অর্জন করতে পারেন। বর্তমানে, কম্পিউটার সিকিউরিটি, সাইবার ইঞ্জিনিয়ারিং অথবা নেটওয়ার্ক সিকিউরিটির উপর যেসব সার্টিফিকেশন কোর্সের গুরুত্ব অনেক বেশি সেগুলো হচ্ছে,

 • সার্টিফাইড কম্পিউটার এক্সামিনার (সিসিই)
 • সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার (সিআইএসএম)
 • সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ)
 • জিআইএসি সার্টিফাইড ফরেনসিক এক্সামিনার (জিসিএফই)
 • জিআইএসি সার্টিফাইড ফরেনসিক অ্যানালিস্ট (জিসিএফএ)
 • জিআইএসি সার্টিফাইড ইনসিডেন্ট হ্যান্ডেলার (জিসিআইএইচ)
 • জিআইএসি সার্টিফাইড ইনট্রুশন অ্যানালিস্ট (জিসিআইএ)
 • সার্টিফাইড কম্পিউটার ফরেনসিক এক্সামিনার (সিসিএফই)
 • সার্টিফাইড পেনিট্রেশন টেস্টার (সিপিটি)
 • সার্টিফাইড রিভার্স ইঞ্জিনিয়ারিং অ্যানালিস্ট (সিআরইএ)

9 Comments

Leave a Reply
 1. I want to show my passion for your kind-heartedness giving support to men and women who really want assistance with this one situation. Your personal commitment to getting the message all through became extraordinarily beneficial and have all the time helped professionals much like me to realize their pursuits. Your new invaluable advice implies a lot to me and much more to my colleagues. Best wishes; from all of us.

 2. I wanted to compose you that very little word in order to give many thanks over again for your personal magnificent suggestions you’ve discussed in this article. It’s quite pretty generous of you to make unhampered all a number of people might have advertised for an e-book to earn some cash for their own end, most notably considering the fact that you might have tried it in case you considered necessary. The good tips in addition acted to provide a fantastic way to recognize that other people online have similar passion the same as my own to see much more when considering this matter. I am certain there are thousands of more enjoyable occasions up front for people who examine your website.

 3. I would like to show some appreciation to the writer just for rescuing me from this type of issue. As a result of surfing around through the the web and seeing advice that were not pleasant, I assumed my entire life was done. Existing without the presence of approaches to the problems you’ve sorted out by means of the website is a serious case, as well as those which could have badly affected my career if I hadn’t come across your website. Your good talents and kindness in handling all areas was tremendous. I don’t know what I would’ve done if I had not come across such a solution like this. I can also at this moment look ahead to my future. Thanks a lot very much for this expert and result oriented guide. I will not hesitate to refer your web blog to anyone who needs and wants guidance on this topic.

 4. I wish to express my admiration for your kind-heartedness supporting those individuals that must have assistance with your study. Your personal dedication to getting the message along ended up being quite valuable and have usually enabled ladies just like me to achieve their goals. Your own invaluable report implies a great deal to me and still more to my office colleagues. Many thanks; from everyone of us.

 5. I wish to show my admiration for your generosity giving support to men and women who need help with in this area of interest. Your special dedication to getting the solution all through appeared to be exceptionally practical and has usually helped girls much like me to reach their endeavors. Your new interesting suggestions entails much to me and even more to my colleagues. Thanks a ton; from all of us.

 6. I am only commenting to make you know what a amazing encounter my cousin’s princess developed reading through your site. She picked up several issues, which included how it is like to have an excellent coaching mood to let other folks effortlessly know precisely some tortuous topics. You actually exceeded readers’ expectations. I appreciate you for churning out these interesting, healthy, revealing and in addition fun tips on your topic to Ethel.

 7. My husband and i were so ecstatic that Jordan could complete his researching through the ideas he received out of your web page. It is now and again perplexing just to happen to be giving away guidance that many men and women have been selling. And we all keep in mind we need the blog owner to thank for that. These explanations you made, the easy site navigation, the relationships you aid to foster – it’s got many exceptional, and it is facilitating our son and us feel that the idea is satisfying, which is truly essential. Thank you for everything!

 8. My husband and i have been ecstatic when Louis managed to complete his reports because of the precious recommendations he made from your very own web site. It is now and again perplexing to just happen to be offering secrets and techniques other people may have been trying to sell. And we realize we’ve got the writer to appreciate because of that. Those illustrations you made, the simple website navigation, the relationships your site give support to foster – it’s got everything amazing, and it’s aiding our son and our family do think this topic is pleasurable, and that’s highly essential. Many thanks for the whole thing!

 9. Needed to put you the very small remark to help thank you so much yet again considering the splendid secrets you’ve discussed in this article. It has been really remarkably open-handed with people like you to grant unhampered precisely what numerous people might have offered for sale for an e-book in order to make some bucks for their own end, principally given that you might have done it if you ever considered necessary. The good tips additionally acted like the great way to fully grasp some people have a similar interest just like my personal own to figure out whole lot more related to this condition. I’m certain there are lots of more enjoyable situations ahead for individuals that start reading your blog post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেভাবে একজন চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার হিসেবে ক্যারিয়ার গড়বেন

আইটি সার্টিফিকেশন কোর্সের কোনটি আপনার ক্যারিয়ারের জন্য উপযুক্ত?